বটিয়াঘাটা প্রতিনিধি : শহীদ বুদ্ধিদিবস ও গণহত্যা দিবস উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ স্থানীয় সদর ইউনিয়নের বাদামতলা ও সুরখালী ইউনিয়নের গজালিয়া বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বাদামতলা বধ্যভূমিতে শহীদদের প্রতি পুষ্প্যমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম । অন্যদিকে গজালিয়া বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন সহকারী কমিশনার(ভূমি)আব্দুল হাই সিদ্দিকী। পুষ্পমাল্য অনুষ্ঠান দুটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরন্জন রায়, বীরমুক্তিযোদ্ধা সুশীল রায়, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন সরকার, বিরমুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বৈরাগী, মওলনা খালিদ বীন কাশেমী, আ”লীগনেতা রবীন্দ্রনাথ সরকার,বিএম মাসুদ রানা, তুলশী রঞ্জন দাস, দীনবন্ধু, প্রসাদ মন্ডল, আহম্মদ আলী, সমাজসেবক লিটন হসলদার, নিথর বিশ্বাস, ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ । পরে শহীদদের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।