ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা। যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, এস কে আলী ইয়াছিন, এস কে মিজানুর রহমান, রবিন বসু, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন সুমন, ছাত্রলীগ নেতা এস কে সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।