ভোটে বাধা দিলে প্রতিহত করা হবে: র‌্যাব মহাপরিচালক

প্রকাশঃ ২০২৪-০১-০২ - ১৭:১৯

সাংবাদিকদের সাথে মতবিনিময়
র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ আলম বলেছেন, ভোট মানুষের সাংবিধানিক অধিকার, আর কেউ এই সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধা দিলে তা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই মানুষের অধিকার ক্ষুন্ন করতে দেয়া হবে না। মঙ্গলবার খুলনায় র‌্যাব—৬ কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। র‌্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা ও উন্নয়নের ধারা অব্যাহত আছে সেটি ধরে রাখতে র‌্যাব সব সময়ের ন্যায় সচেষ্ট রয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র‌্যাব সর্বদা সচেষ্ট রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। ‘ভোটে কে হারবে কে জিতবে, সেটা আমাদের বিষয় না। আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করা। সেভাবেই আমরা প্রস্তুত হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করার দরকার, সবই করা হবে। র‌্যাব প্রধান বলেন, সাংবিধানিকভাবে একজন নাগরিকের যেমন বাক স্বাধীনতার অধিকার রয়েছে, তেমনি তাঁর ভোটাধিকারও রয়েছে। যদি কেউ মনে করেন তিনি ভোট দেবেন না সেটা তাঁর বিষয়, তবে যদি কেউ চায় তিনি ভোট দেবেন সেখানে তাঁকে বাধা দেওয়ার অধিকার কারও নাই। তিনি তাঁর ভোট দেবেন। সে ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের কঠোর হস্তে দমন করব। এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব।

তিনি এ সময় র‌্যাবের সুন্দরবনের বনদস্যু দমনের কার্যক্রমও তুলে ধরেন। এছাড়া তিনি খুলনা অঞ্চলের অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কর্নেল মাহাবুব আলম, র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া পরিচালক খন্দকার মঈন, র‌্যাব—৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরসহ র‌্যাব—৬ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।