তাপস কুমার বিশ্বাসঃ সমাজকল্যাণ মন্ত্রী কম. রাশেদ খান মেনন এমপি বলেন, কম. হাফিজুর রহমান ভুইয়া আজীবন শ্রমজীবী, কৃষিজীবি মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। সরকারী কর্মকর্তা কর্মচারীদের পে-কমিশন চালু হলেও বিগত তিন বছরে শ্রমিকদের মজুরী কমিশন চালু হয়নি। বিএনপি-জামাত জোট সরকার ২০০১ সালে দেশের পাট শিল্পকে ধ্বংস করার পর মহাজোট সরকার ক্ষমতায় এসে এ শিল্পকে পুনরায় চালু করেছে। বিগত ২০১৪ সালের বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের সমালোচনা করে তিনি বলেন আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি অসম্প্রায়দিক, অগণতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ্য হওয়ার আহবান জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা শাখার উদ্যোগে কম. হাফিজুর রহমান ভুইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কম. সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো’র সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস, মোস্তফা লুৎফুল্লাহ এমপি, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন। জেলা সম্পাদক এ্যাড. মীনা মিজানুর রহমান ও আরিফুজ্জামান বাবলু’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) পিংকী সাহা, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা কম. আনছার আলী মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ফুলতলা থানা সম্পাদক গাজী নওশের আলী, হাফিজুর রহমান ভুইয়ার জৈষ্ঠ্যপুত্র আহসান হাবিব বিপুল, কামরুজ্জামান নান্নু, খুলনা জেলা যুবমৈত্রী নেতা প্রভাষক রেজোয়ান রাজা, জাহাঙ্গীর আলম, গৌতম কুন্ডু, মাষ্টার সন্দিপন রায়, আঃ হামিদ মোড়ল, আঃ লতিফ মহলদার, কেন্দ্রীয় ছাত্রমৈত্রী নেতা রিয়াদ হাসান তপু, মঈনউদ্দিন ময়না প্রমুখ। এর পূর্বে ফুলতলার ভৈরব নদ থেকে এমসিএসকে রোড পর্যন্ত হাফিজ ভুইয়া ও আব্দুল খালেক ভুইয়া সড়কের নামফলক উম্মোচন করেন।