ইন্দ্রিজৎ টিকাদার, বটিয়াঘাটা: জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, প্রভু যীশু বিশ্বের শ্রেষ্ঠ মহামানবদের মধ্যে একজন। বিশ্ব মানব কল্যানে ঈশ্বরের বানী প্রচারের দায়িত্ব নিয়ে ২৫ ডিসেম্বর (বড় দিন) তিনি জন্মগ্রহন করেছিলেন। স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্ব মহামরী করোনা ভাইরাসের ভিতরেও সকল সম্প্রদায়ের লোক তাদের স্ব স্ব ধর্মীয় উৎসব স্বাস্থ্যবিধি মেনে নিবিঘ্নে পালন করতে পারছে। দেশের এই অগ্রগতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী সকল নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে জয়জুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বটিয়াঘাটার জলমা এজি চার্চে বড়দিনের অনুষ্ঠানে তিনি শুক্রবার বেলা ১২টায় এ কথাগুলি বলেন। এজি চার্চের পালক রেভাঃ প্রবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি বি এম এ ছালাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা বিধান চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা গোবিন্দ মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি সদস্য কার্তিক টিকাদার ও তপতী বিশ্বাস, প্রভাষক সুব্রত টিকাদার, আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, প্রধান শিক্ষক সমরেশ বরকন্দাজ, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন সুমন, অসীম কুমার বৈদ্য, ডাঃ বিকর্ণ গাইন, তানভির রহমান আকাশ, তাপস জোয়ার্দার, আরিফুল ইসলাম, বিকাশ হালদার প্রমুখ। অনুষ্ঠানে বাইবেল পাঠ করেন বীনা বিশ্বাস। পরে প্রধান অতিথি কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন।