পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর নির্বাচনে নৌকার মাঝি সেলিম জাহাঙ্গীর কে মোটর শোভাযাত্রা করে বরণ করলো পৌরবাসী। তিনি সোমবারদুপুরে পাইকগাছা উপজেলার প্রবেশদার কাশিমনগর এলাকায় পৌছালে পৌরবাসী এবং দলীয় নেতা-কর্মীদের ফুলের ভালবাসায় শিক্ত হন।
সোমবার সকালে ঢাকা থেকে বিমান যোগে যশোর পৌছান। সেখান থেকে তিনি সড়ক পথে পাইকগাছা উপজেলার প্রবেশদার কাশিমনগর দুপুরে পৌছালে সেখানে শত শত পৌরবাসী ও দলীয় নেতা কর্মিরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রো যোগে শোভাযাত্রা সহকারে পাইকগাছা পৌরসভায় এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং পৌর সদরের প্রধান প্রধান সড়ক মোটর শোভাযাত্র করেন। শোভাযাত্রা শেষে তিনি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, জি এম মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ শত শত দলীয় নেতা-কর্মী এবং পৌরবাসী।