মোংলায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ ২০২১-০১-২৪ - ১৬:০১

মোংলা প্রতিনিধি : মোংলায় রেল লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। চলমান মোংলা-খুলনা রেল লাইনের মোংলার দিগরাজ এলাকায় শনিবার বিকেলে মাটির কাজ করছিলো শ্রমিকেরা। মাটি কাটার মেশিনের হাইড্রোলিক পাম্প ছুটে এক শ্রমিকের মাথায় লাগে। তাতেই ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মো: আব্দুল্লাহ (২৪)। নিহত আব্দুল্লাহ যশোরের বাঘার উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের মো: রাবান্নির ছেলে। নিহতের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে থানা পুলিশের কাছে দেয়। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে মোংলা থানার সেকেন্ডর অফিসার মো: জাহাঙ্গীর আলম।