মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছা পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা -কয়রার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী, ভাইচ চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু।কাউন্সিলর তৈয়েবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর সচিব লিয়াকত আলী, কাউন্সিলর ইমদাদুল হক, অহেদ আলী গাজী, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, আঃ গফফার মোড়ল, আলাউদ্দীন গাজী, ইমরান হোসেন সরদার, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ,কবিতা রানী দাশ, রাফেজা খানম,শেখ জিয়াউর রহমান, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সভার শুরুতে সকল অতিথি বৃন্দকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পাইকগাছা-কয়রাকে গ্রীন ও ক্লিন নগরী করা হবে। তিনি আরও বলেন আগামী ইউপি নির্বাচন ফেয়ার এন্ড ফ্রী করার জন্য সব কিছুই করা হবে। কেউ কোন প্রকার প্রভাব খাটাতে চাইলে প্রয়োজনে মোবাইল কোটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে পরামর্শ প্রদান করেন।