খুলনা অফিস : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে গত বৃহস্পতিবার রাতে গাঁজার গাছসহ একজন গ্রেফতার হয়েছে।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনায় জনাব জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), খুলনা এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন ঝিনাইখালী গ্রামস্থ ঝিনাইখালী মৌজাস্থ সৈয়দ মোর্কারম আলী লিমন (৪৪), পিতা- সৈয়দ মোহাম্মদ আলী, মাতা-মৃত রওশনআরা, সাং-ঝিনাইখালী, থানা-বটিয়াঘাটা, বর্তমান সাং- বসুপাড়া (হাজী ইসমাইল লিংক রোড), থানা- সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাকে গ্রেফতার পূর্বক তার মালিকানাধীন ধানক্ষেতের পশ্চিম পাশের আইল হতে তার নিজ হাতে মাটি হতে উপড়িয়ে দেওয়া মতে ০১ (এক) টি কাঁচা গাঁজার গাছ, যাহার উচ্চতা অনুমান ২ ফিট ২ ইঞ্চি উদ্ধার পূর্বক ২৫/০৩/২০২১ খ্রিঃ তারিখ ২১.৪০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।