দাকোপে গাঁজাসহ আটক ১

প্রকাশঃ ২০২১-০৩-২৮ - ১২:১৫

দাকোপ প্রতিনিধি : গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে কোষ্টগার্ড দাকোপের কালীনগর খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
লেফটেন্যান্ট বিএন পক্ষে জোনাল কমান্ডার এম মাজহারুল হক সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত রামনগর গ্রামের নৃপেন বৈদ্যের পুত্র রিপেশ বৈদ্য (৩৪) ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবনকারী বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজাসহ রিপেশকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।