দিঘলিয়ায় বিদ্রহী প্রার্থী হায়দার আলীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার

প্রকাশঃ ২০২১-০৩-৩০ - ১৩:১৯

ওয়াসিক রাজিব, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলার ৩নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহুল-আলোচিত আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী মোঃ হায়দার আলী মোড়ল কে দিঘলিয়া ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছে এবং অপর বিদ্রহী প্রার্থী যুবলীগের এ বি এম আতিকুল ইসলাম কে যুবলীগ থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। উল্লেখ্য মোঃ হায়দার আলী মোড়ল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়। দলের সধারন ক্ষমার আওতায় কিছুদিন আগে দলে ফিরে আবারও দল থেকে বহিষ্কৃত হলেন।

এবিষয়ে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আনসার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের নির্দেশক্রমে, গত ২৬ শে মাচ  অনুষ্ঠিত দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থীদের আজ অানুষ্ঠানিক ভাবে দল থেকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে এবং পরবর্তী সাংগঠনিক ব্যাবস্হা গ্রহনের জন্য উর্দ্ধোতন নেতৃবৃন্দের নিকট প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন বিদ্রহী প্রার্থীদের পক্ষে দলীয় ও সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী অবস্থান নিলে তাদের ও দল থেকে বহিষ্কার করা হবে, এবিষয়ে বেশ কয়েকটি অভিযোগ আমাদের কাছে এসেছে, যাচাই বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে ব্যাবস্হা গ্রহন করা হবে।
এবিষয়ে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ ও সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী গত ২০ শে মার্চ আমাদের চিঠি দিয়ে জানান যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের বিপক্ষে কেহ অবস্হান গ্রহন করলে বা সংগঠন বিরোধী কোন কার্যক্রমে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্হা গ্রহনের জন্য। তারই ধারাবাহিকতায় আজ আমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত, মোঃ হায়দার আলী মোড়ল কে বহিষ্কারের ও যুবলীগের এ বি এম আতিকুল ইসলাম এর বহিষ্কারের সুপারিশ সম্বলিত চিঠি পাই এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের স্বাক্ষরিত বহিষ্কারের পত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের নিকট প্রেরন করা হয়েছে।