বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা সদরে সিলিন্দামারি এলাকায় যুঁথিকা রানী (৫০) নামের এক গৃহবধু নিজ বাড়ির দোতলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে এলজিইডির অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মনিন্দ্রনাথ মিস্ত্রীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫ টার দিকে। পুলিশ ও ভূক্তভোগী সূত্রে প্রকাশ, স্বামীর উপর অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুবাদে বসত ঘরে গালায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত কয়েক বছর আগে তার একমাত্র মেয়েও ঐ একইভাবে আত্মহত্যা করে। এব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপরদিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া গ্রামের বাশারাত শেখের ৬ বছরের শিশু কন্যা মরিয়ম খাতুন গতকাল সোমবার বেলা ১ টার দিকে কাজিবাছা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার লাশ নদী থেকে উদ্ধার হয়। ভান্ডারকোর্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়ে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করে।