ডুমুরিয়ায় বসত-ভিটা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

প্রকাশঃ ২০২১-০৩-৩০ - ১৭:৫৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা সদরস্থ হাসপাতাল মোড়ে বসতবাড়ির সম্পত্তি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আদালত ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে চলছে দখলের চেষ্টা। যা নিয়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা।
জানা গেছে, উপজেলা সদরস্থ হাসপাতাল মোড়ের বাসিন্দা সামছুর রহমান খান প্রায় ৫০ বছর ধরে তার পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন। বর্তমানে ওই ভিটায় তার সন্তানেরা অবস্থান করছেন। এরই মধ্যে তার ছোট ভাই আজিজুর রহমান খান ওই ভিটা ভোগ-দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক বার শালিস বৈঠকও হয়েছে। কিন্তু বিবাদী আজিজুর রহমান খান তা অমান্য করে জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওদিকে নিজেদের বসত-ভিটা রক্ষায় সামছুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে গত ২৮ জানুয়ারী সহকারী জজ আদালতে একটি মামলা রুজু করেন যার নং-২৮। মামলা রুজু’র খবর পেয়ে বিবাদী আজিজুর রহমান খান আরও ক্ষিপ্ত হয়ে যান এবং যে কোন সময় ওই সম্পত্তি দখলের জন্য লোকজন জড়ো করতে থাকে। বিষয়টি বাদী আবুল কালাম উপলদ্ধি করে ৫ই ফেব্রুয়ারি ডুমুরিয়া থানায় শান্তি শৃংখলা বজায় ও নিজেদের রক্ষার্থে একটি অভিযোগপত্র দেন। থানা পুলিশ বিষয়টি আমনে নিয়ে উভয় পক্ষ’কে কোন প্রকার দখল বা ঘেরাবেড়া ও হুমকি-ধামকি, প্রভাব বিস্তারে নিষেধাজ্ঞা প্রদান করে। তবে পুলিশের এই নির্দেশে বিবাদী আজিজুর রহমান খান কিছুদিন ছিলেন চুপচাপ। হঠাৎ গত ২৭ তারিখ শনিবার সকালে ৫০/৬০ জনের একটি দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং ত্রাস সৃষ্টি করে জোর পূর্বক জমিতে ঘেরাবেড়া দেওয়ার চেষ্টা করেন। তখন বাদী পক্ষের লোকজন পরিবারের স্ত্রী-সন্তান নিয়ে ভীত ও আতংকিত হয়ে পড়েন। পরে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে বাদী আবুল কালাম আজাদ বলেন, আমার দাদা মরহুম আব্দুল করিম খাঁ নিজে হাতে আমার আব্বুসহ দুই চাচার মধ্যে জমিজমা সমান ভাবে বন্টন করে যান। আমরা সেই সুবাদে আব্বার রেখে যাওয়া বসত ভিটায় আমরা ৫ভাই ও বোনেরা মিলেমিশে বসবাস করছি। এরই মধ্যে ছোট চাচা আমাদের বাড়ির ভিতরে তার সম্পত্তি দাবি করে দখলের চেষ্টা করছেন। তিনি আমাদের মরহুম দাদাজান আব্দুল করিম খাঁনের সিন্ধান্ত অমান্য করে এখন জবর দখল শুরু করেছেন। বিষয়টি নিয়ে আমরা আইন ও প্রশাসনের সরনাপন্ন হয়েছি। তারপরও যে কোন সময় হামলা বা আক্রমণ হতে পারে এই আশংকায় দিন কাটাচ্ছি। কিষয়টি নিয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ওই সম্পত্তি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে। সেখানে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষের ঝামেলা করার সুযোগ নেই।