বটিয়াঘাটায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০৩-৩০ - ১৯:৩৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটার গুপ্তমারী শ্রী শ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্টের আয়োজনে গুরুচাঁদ ঠাকুরের ১৭৫ তম আবির্ভাব দিবস গত রবিবার নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, ধর্মীয়ং শোভাযাত্রা, আলোচনা সভা, নাম সংকীর্ত্তন ও নর নারায়ন সেবা। বেলা ১১ টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সাবেক সচিব ও শ্রী শ্রী গুরুচাঁদ ট্রাস্টের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়। বেলা ২ টায় প্রায় সহস্রাধিক মতুয়াভক্ত অংশগ্রহণে এক ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা গুপ্তমারী শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির থেকে শুরু হয়ে বটিয়াঘাটা ব্রিজ পার হয়ে নাহাড়িতলা নতুন বাস স্ট্যান্ড ও বাজার প্রদক্ষীণ করে মন্দিরে শোভাযাত্রা শেষ হয়। বেলা ৫ টায় এক ধর্মীয় আলোচনা সভা উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রান কৃষ্ণ বৈরাগীর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সরোজ কুমার মিস্ত্রী, রূপালী ব্যাংক বটিয়াঘাটা শাখার ম্যানেজার পরেশ কুমার, ট্রাস্টের অন্যতম উপদেষ্টা শ্রীমত অনিল কুমার টিকাদার, উপদেষ্টা রতন মিত্র, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক ইমরান হোসেন, আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ বিকর্ণ গাইন, ট্রাস্টি নেতা অনুপম টিকাদার, বিউটি পাল, শিক্ষক সৌমিত্র রায়, গৌতম রায়, আশিষ রায়, পরিতোষ রায়, পরাগ রায়, রতিন রায় প্রমুখ।