পাইকগাছায় চোরাই আলমসাধুসহ আটক ২

প্রকাশঃ ২০২১-০৪-০২ - ১৯:২২

পাইকগাছা : পাইকগাছায় আলমসাধু চুরি করে পালিয়ে যাবার পথে জনতা-পুলিশ দু’চোরকে আটক করে আলমসাধু জব্দ করেছেন। বৃহস্পতিবার ভোর বেলায় রাড়ুলীর গুচ্ছগ্রাম সংলগ্ন জাহান আলী মেম্বরের বাড়ীর কাছে রাস্তার উপর থেকে চোর সহ ইঞ্জিন চালিত আলমসাধু জব্দ করা হয়। দু’চোর ঠিকানা হলো কয়রার ইসলামপুরের মাঝের পাড়ার রুহুল আমিনের ছেলে সিরাজুল (২১) ও সাহাবুদ্দীন সানার ছেলে জুয়েল (২৮)। প্রাথমিক ভবে জানাগেছে, ধৃতরা পেশাদারী চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িত। রাড়ুলী ক্যাম্প পুলিশের টু আইসি গোলাম রসুল জানান, সিরাজুল ও জুয়েল আলম সাধু চুরি করে রাড়ুলী হয়ে মনিরামপুরে বিক্রীর উদেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর বেলায় রাড়ুলী গুচ্ছগ্রামের কাছে পৌছালে যান্ত্রীক ত্রূটির কারনে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ওরা বেসামাল কথাবর্তা বলায় সন্ধেহ হলে গাড়ী সহ এ দু’জনে আটক করে পুলিশ ক্যাম্পে খবর দিলে এদেরকে আটক করা হয়। এ সময় ৩ টি মোবাইলও জব্দ করা হয়। জানাগেছে এ আলমসাধুটি কয়রার জাযগির মহলের গড়াআমারী গ্রামের মনিরুল মোল্লার। ওসি মোঃ এজাজ শফী জানান, রাড়ুলী ক্যাম্প পুলিশ ও সচেতন মানুষের সহয়তায় অনেক চোরাইমাল উদ্ধার সহ পেশাদারী চোর আটক করা হয়েছে। এটাও তার সাফল্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল।