দাকোপ প্রতিনিধি : দাকোপের পল্লীতে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় বখাটে পরিবারের হামলায় ছাত্রীর পরিবারের ৪ জন গুরুত্বর জখম। এ ঘটনায় ৯ জনকে আসামী করে দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানায় দাখিলকৃত এজাহার এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার জয়নাগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সানার পুত্র আজাদুল সানার কন্যা স্থানীয় জেপি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীনি আজমাতুন্নেছাকে প্রতিবেশী রশিদ সানার পুত্র আমানুল্লাহ বেশ কিছুদিন যাবৎ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি জানার পর ছাত্রীর চাচা ইফার শিশু ও গনশিক্ষা কার্যক্রমের কামারখোলার সাধারন কেয়ারটেকার ও মসজিদের ইমাম ইয়াদুল সানা ভাই আজাদুলকে সাথে নিয়ে গোপনে বখাটে আমানুল্লার পরিবারকে জানিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে। কিন্তু আমানুল্লাহ’র পরিবার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৫ এপ্রিল বিকালে বাড়ীতে এসে ইয়াদুলের পরিবারের উপর হামলা করে। হামলায় ইমাম ইয়াদুলের কপাল কেটে রক্তাত্ব জখম হয়। ইয়াদুলকে রক্ষা করতে এগিয়ে আসলে সংঘবদ্ধ হামলাকারীরা তার স্ত্রী মর্জিনা বেগম, ভাই আজাদুল এবং ভাতিজা গোলাম কিবরিয়াকেও বেদড়ক মারপিট করে। আসামীরা তাদের বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ইয়াদুল সানার অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় ইয়াদুল সানা তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের মাধ্যমে ঘটনায় জড়িত আবুল হাসান সানা, রশিদ সানা, রফিকুল সানা, আমানুল্লাহ সানাসহ ৯ জনকে আসামী করে দাকোপ থানায় মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ০৬।