বটিয়ঘাটার বিভিন্ন ভেঁড়িবাধ চরম হুমকির সম্মুখীন

প্রকাশঃ ২০২১-০৫-২৬ - ২০:২৮

বটিয়াঘাটা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাব ও চলমান পূর্নিমার জোঁগার গোনে কাজিবাছা নদী সহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী এ উপজেলার বিভিন্ন ভেঁড়িবাধ চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। উপজেলার বাজার সদর রক্ষা বাঁধ সহ কিসমত ফুলতলা, বরণপাড়া, হোগলবুনিয়া এলাকার ভেঁড়িবাধ রয়েছে চরম হুমকির সম্মুখীন। চলমান গোঁগার গোনে নদ-নদীর পানি ফেঁপে ওঠায় ও স্রোতের তোড়ে ভেঁড়িবাধ উঁপচে পড়ে দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ঢুঁকে পড়ে ক্ষতিসাধন করছে। ওভারফ্লো হয়ে যাওয়া স্থানগুলি হচ্ছে পুরাতন ফেরীঘাট, খেওয়াঘাট, সাহা মোড়, কালীমন্দির, কিসমত ফুলতলার বরইতলা, বরণপাড়া, হোগলবুনিয়া এলাকা।

ওই সকল এলাকার চরম ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙ্গে গিয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়ে দাকোপ-বটিয়াঘাটা দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিপূর্বে নদী ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে স্ব- স্ব স্থানীয়দের অনেক জায়গা। পানি উন্নয়ন বোর্ড অসময়ে ভেঁড়িবাধ দিয়ে বয়ে যাওয়া খুলনা- চালনা মহাসড়কের কিছু কিছু জায়গায় তাঁদের মনোনীত ঠিকাদার দিয়ে নামকা ওয়াস্তা ফাইলিং এর কাজ করলেও কাজগুলি মানসম্মত ও টেঁকসই না হওয়ায় গোটা উপজেলার ওই স্পটগুলি এখন চরম হুমকীর সন্মুখীন। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তোঁড়ে বর্তমানে বাঁধ সীমানা ভেঙ্গে উপজেলা সদর রক্ষাবাঁধ, উপজেলা পরিষদ ও সকল প্রশাসনিক ভবন, হেতালবুনিয়া, হাটবাটী, হোগলবুনিয়া, কিসমত ফুলতলা, বরইতলা, মাইটভাঙ্গা, ভেন্না বুনিয়া, বসুরাবাদ, দেবিতলা, মাইল মারা, বাদামতলা, আউষখালি সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। একে তো চলমান ঘূর্ণিঝড় ইয়াস এর আতঙ্কে রয়েছে এলাকাবাসী তাঁরপর মরার পরে খাঁড়ার ঘাঁ অব্যাহত নদী ভাঙ্গন। খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বটিয়াঘাটা বাজার সদর, কিসমত ফুলতলার বরইতলা, বরণপাড়া এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দা, ব্যবসায়ী, আলীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি সরেজমিন পরিদর্শন করেন এবং এলাকাবাসীর আগাম ক্ষয়- ক্ষতি রোধ নিরসনকল্পে এলাকা টিকিয়ে রাখার স্বার্থে তাৎক্ষনিক ঔচ্ছিক সরকারী তহবিল থেকে অর্থ বরাদ্ধের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি জরুরী ভিত্তিতে শ্রমিক লাগিয়ে ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকা সুরক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। সকল স্পটগুলিতে তাঁর সাথে উপস্থিত ছিলেন থানার ওসি মোঃ রবিউল ইসলাম, আলীগনেতা অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, অবঃ সহকারী শিক্ষক গৌর হরি বৈরাগী, হুইপ তনয় সহকারী শিক্ষক পল্লব বিশ্বাস রিটু, ইউপি সদস্য বিপুল কুমার ইজাদ্দার, সমাজসেবক দুলাল বৈরাগী, প্রদ্যুৎ বৈরাগী, রবি ইজাদ্দার, অংশুপতি মন্ডল, বিকাশ কুন্ডু প্রমূখ।