ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, আবু বক্কার খান, এম এম সুলতান আহমেদ, গোপাল চন্দ্র দে, মোল্ল্যা সোহেল রানা, শোভা রানী হালদার, প্রভাষক জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, হাসনা হেনা, তহমিনা বেগম, যুবলীগের এ্যাড. আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, খান রবিউল ইসলাম আন্টু, মনিরুজ্জামান মন্টু, কাজী মেহেদী হাসান রাজা, শেখ আছাদুজ্জামান মিন্টু, শিমু আক্তার, রাজিউল বারী সৈকত, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, রবিউল গাজী প্রমুখ।