দাকোপ প্রতিনিধি : দাকোপে খরিপ মৌসুমকে সামনে রেখে কৃষকদের মাঝে বীনামূল্যে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা কৃষি ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের প্রাতনিধি হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে এই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসের এসএপিপিও হিরনময় কুন্ডু, উপসহকারী বৃষিকর্মকর্তা মিজানুর রহমান, রীনাা বাইন, সুদেশ গোলদার, করুনাকান্ত সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরে ২০২১-২২/খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রীড ও উফশী জাতের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি ২৩ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমএপি সার বিতরন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চালনা পৌরসভার ৫০ এবং বাজুয়া ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে বিতরন করা হয়। এ বছর দাকোপে মোট ৫ শ’ জন কৃষককে এই সহযোগীতার আওতায় আনা হবে।