বটিয়াঘাটা টু বারোআড়িয়া সড়কটির বেহালদশা

প্রকাশঃ ২০২১-০৭-১৬ - ১৩:১৯

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া টু বটিয়াঘাটা জনগুরুত্বপূর্ণ সড়কটি সাধারণ মানুষের চলাচলের মরণ ফাঁদ হয়েছে । একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলের মাশুল দিতে হচ্ছে এলাকায় সাধারণ মানুষকে । বিগত ২০১৯ -২০২০অর্থ বছরে বটিয়াঘাটা নাহাড়ীতলা হয়ে হেতালবুনিয়া ঢালীবাড়ি কালভার্ট পর্যন্ত সড়ক পুনঃ সংস্কারের কাজ করে কথিত ঠিকাদারি প্রতিষ্ঠান । উক্ত প্রতিষ্ঠানটি ভুল বশত বরাদ্দের বাইরে সড়কটির কার্পেটিং খুড়ে ফেলে। খুড়া সড়কের অংশটুকুতে কার্পেটিং না করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার কারনে উক্ত সড়কে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে । যার ফলশ্রুতিতে রোগী , চাকুরীজী , ছাত্র-ছাত্রী সহ সাধারণ যাত্রীদের যান মাল নিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে । প্রতিদিন ছোট-খাট দুর্ঘটনা ঘটলেই চলেছে । বর্ষা মৌসুমে আরো মারাত্মক আকার ধারণ করে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য বটিয়াঘাটা টু বারোআড়িয়া জনগুরুত্বপূর্ণ সড়কটি পাশ্ববর্তী ডুমুরিয়া, পাইকগাছা, দাকোপের কিছু অংশ ও কয়রা উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করে । জেলা শহর সদর থেকে ৩০ এবং বটিয়াঘাটা উপজেলা সদর থেকে মাত্র ২০ কিলোমিটার সড়ক ‌অতিক্রম করলে বটিয়াঘাটা সহ পার্শ্ববর্তী ৪টি উপজেলার মানুষ অতি সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে । সড়কে যাত্রিদের যোগাযোগ ব্যবস্থা সহজতর এবং স্বল্প সময়ে অতি অল্প খরচে জেলা ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কাজ সেরে সাধারণ মানুষ তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে । সে কারনে সাধারণ মানুষ তাদের চলাচলের জন্য এ সড়কটিকে বেঁছে নিয়েছে । এ সড়কটি দিয়ে প্রতিদিন বাইসাইকেল, মটরসাইকেল, ইঞ্জিন চালিত ভ্যান , ইজিবাইক, নছিমন, করিমন ভটভটি, মহেন্দ্রা, সিএনজি, পিকআপ, বালু বহনকারী ড্রাম, মালবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে । ইতিপূর্বে সড়কটিতে যাত্রিবাহী বাসও চলাচল করতো । কিন্তু সড়কটি প্রসস্থ না হওয়ায়‌‌ এবং পিচের বিটোমিন উঠে গর্ত সৃষ্টির ফলে বাস চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি । বর্তমানে বটিয়াঘাটা টু বারোআড়িয়া পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের পিচের বিটোমিন সম্পুর্ন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে । বর্ষা মৌসুমের শুরুতেই সড়কটিতে বিভিন্ন যানবাহনের চালকেরা যাত্রি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে । যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করছে এলাকার অভিজ্ঞ সচেতন মহল। এব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।