ডুমুরিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আ’লীগের প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২১-০৮-১১ - ২১:৪৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সীমা স্মৃতি বিদ্যাপিটে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাজী নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সরদার মাসুদ রানার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্যদেন জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড: রবীন্দ্রনাথ মন্ডল, আওয়ামী লীগ নেতা সঞ্জয় দেবনাথ, কাজী আব্দুল মজিদ, শিশির ফৌজদার, নুরুল ইসলাম হালদার, পরিতোষ মন্ডল, যতীন্দ্রনাথ মন্ডল, কবিতা রানী বিশ্বাস, মিনাক্ষী মন্ডল, তরুন ফৌজদার প্রমুখ।