দাকোপে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী জখম

প্রকাশঃ ২০২১-০৮-২১ - ১৯:৩৫

দাকোপ প্রতিনিধি : দাকোপে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় অভিযোগ দায়ের করেছে।
থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বানিশান্তা গ্রামের সঞ্জয় সরদারের স্ত্রী কাজল বৈদ্য শুক্রবার সকালে তাদের স্বত্বদখলীয় জমিতে ধানের চারা রোপন করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত কালিপদ গাইনের পুত্র রনজিত গাইন ও সনজিত গাইন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে জমিতে এসে ধান রোপনে বাধা দেয়। এ সময় সঞ্জয় সরদার তার স্ত্রী কাজলকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জয় সরদারের মাথায় আঘাত করে এবং বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। স্ত্রী কাজল বৈদ্য তার স্বামীকে রক্ষা করতে আসলে প্রতিপক্ষ তাকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং শ্লীলতার হানি ঘটায়। গুরুতর আহত স্বামী- স্ত্রীর আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় উর্দ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় কাজল বৈদ্য বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় অভিযোগ দায়ের করেছে।