ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলার স্থগিত হওয়া তিনটি ইউপি নির্বাচনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশগ্রহণ করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। উপজেলার অনুষ্ঠিত হওয়া ৩ টি ইউনিয়নের মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানা যায়। গঙ্গারামপুর ইউনিয়নে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে বেসরকারী ভাবে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোঃ আসলাম হালদার নির্বাচিত হয়েছে। বালিয়াডাঙ্গা ইউনিয়নে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে শেখ মোঃ আছাবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে এবং নিকটতম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে মোঃ গোলাম হাসান শেখ। আমীরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পতিদ্বন্দ্বিতা করেছেন ৬ জন। তাদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে জিএম মিলন গোলদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের মোঃ মেজবাহ উদ্দিন। সব মিলিয়ে এ উপজেলার ৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।