ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১১৪) এর ফুলতলা শাখায় ওয়াহিদ মুরাদ পিন্টু সভাপতি এবং সনজিত বসুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন কার্যকরী সভাপতি মোঃ আসলাম ভুইয়া, সহ-সভাপতি আলম ড্রাইভার, চান্দু ড্রাইভার ও কুটাই দাস (মিঠু), যুগ্ন সম্পাদক ধীমান চন্দ্র পাল, সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্যা, হান্নান সরদার ও জামির শেখ, সাংগঠনিক সম্পাদক আব্বাস ড্রাইভার, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল ড্রাইভার, মঞ্জুরুল আলম ও সুমন গাজী, কোষাধ্যক্ষ আনিস মোল্যা, প্রচার সম্পাদক টুলু ড্রাইভার, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি, লাইন সম্পাদক পলাশ বসু, জাবেদ খান, লাভলু নকিব, শহিদ, লুৎফর গাজী, মিঠু ড্রাইভার, শামীম ড্রাইভার। গত ২৯ জুন খুলনা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জাহিদ হোসেন খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।