পাইকগাছা অফিস :পাইকগাছায় শালিকাকে নিয়ে ভেগে গেল দুলাভাই। এদিকে ঘটনাটি মিথ্যা আখ্যা দিয়ে থানায় ভাইরা সোহেল রানার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে বড় ভাইরা আরিফুল ইসলাম। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের লুৎফর রহমানের ছোট মেয়ের সাথে গত বছরের ৮ ডিসেম্বর বিয়ে হয় সোহেল রানার। সে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বৃত্তি গোপালপুর গ্রামের হাকিম গাজীর ছেলে। এদিকে ঐ মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল দুলাভাই আরিফুল ইসলামের। এ সূত্র ধরে তাকে নিয়ে সে চলে গেছে বলে থানায় অভিযোগ করেছেন সোহেল রানার পিতা। আরিফুলের বাড়ি পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের বাঁকা গ্রামে।
মেয়ের শ্বাশুড়ি হাসিনা বেগম বলেন, আমার বৌমার সাথে তার দুলাভাই আরিফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে মন দেয়া আছে। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে। সোহেল রানা বলেন, বিয়ের ১মাস যেতে না যেতেই আমার টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে সে দুলাভাইয়ের সাথে চলে গেছে। এ বিষয়ে আরিফুল ইসলাম জানায়, তাদের বাড়িতে কি হয়েছে তা আমি জানি না। তবে আমি আমার বাড়িতে রয়েছি। অহেতুক আমাকে জড়িয়ে অভিযোগ করেছে। তাদের পারিবারিক দ্বন্দের কারণে কিছু ঘটে থাকে সে বিষয়টি আড়াল করতে আমাকে জড়িয়ে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে আমি এ এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমিও সোহেল রানার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।