জাপান-বাংলাদেশ হাসপাতাল ভবনে খুলনা ক্যাম্পাসের কার্যক্রম শুরু

প্রকাশঃ ২০২৩-০২-০৫ - ১৩:০৭

বিজ্ঞপ্তি : শনিবার থেকে জাপান-বাংলাদেশ হাসপাতাল ভবনে খুলনা ক্যাম্পাসের কার্যক্রম এবং খুলনার শিক্ষার্থীদের জন্য কোর্সগুলি স্বল্পমূল্যে প্রদান করার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মেডিকেয়ার জাপানের চেয়ারম্যান ও অভিবাস টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ড. ডা: শেখ আলীমুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর আজমল আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট শাহ মামুনুর রহমান তুহিন এবং জাপান বাংলাদেশ হাসপাতালের উপদেষ্টা ডা: এম এ আলী। স্বাগত বক্তৃতা করেন করেন প্রিন্সিপাল মালেকা পারভীন।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, বিগত ২৫ বছর যাবৎ নগরীর পশ্চিম টুটপাড়ায় স্বাস্থ্যসেবা দিচ্ছে জাপান-বাংলাদেশ হাসপাতাল। জাপানপ্রবাসী ড. ডা: শেখ আলীমুজ্জামানের প্রতিষ্ঠিত এই দাতব্য হাসপাতালটি ১৯৯৯ সালে উদ্বোধন করেন সে সময়কার জাতীয় সংসদের হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদি সুজা এবং ড. ডা: আলীমুজ্জামান। যিনি খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্রথম উদ্যোক্তাদের একজন, যেটির কার্যক্রম জাপান থেকে অনুদানপ্রাপ্ত একটি ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে সূচিত হয়। পরবর্তীতে ডা: আলীমুজ্জামান মেডিকেয়ার জাপান নামক একটি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সংস্থা প্রতিষ্ঠা করে, জাইকার সহযোগিতায়, বাংলাদেশে প্রথম জাপানী পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেন, যাকে জাপানি ভাষায় বলা হয় ‘নিংগেন ডক’। জাপানিদের দীর্ঘায়ুর একটি প্রধান কারণ নিয়মিত নিংগেন ডক করা। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেডিকেয়ার জাপান স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে টুংগিপাড়ায় বিনামূল্যে নিংগেন ডক প্রকল্প বাস্তবায়ন করে।

এবছর থেকে জাপানে বিশেষায়িত দক্ষ কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে জাপানের শ্রমবাজারে ৫ বছরের মধ্যে ৩ লাখ ৬১ হাজার বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম হবে, যার মধ্যে কেয়ারগিভার এর সংখ্যা প্রায় ৬০ হাজার। অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের অন্যতম লক্ষ্য হচ্ছে, বিশেষায়িত দক্ষ কর্মী তৈরী করে জাপানসহ উন্নত বিশ্বের দেশগুলোতে কর্মসংস্থানের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা। ট্রেনিং ইন্সটিটিউটটির কার্যক্রম ঢাকাতে চলমান থাকলেও, খুলনার মানুষ হিসেবে খুলনার প্রতি দায়বদ্ধতায় শনিবার থেকে এর কার্যক্রম শুরু হলো।