দাকোপে ১৬৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ প্রদান

প্রকাশঃ ২০২৪-০৩-১৯ - ২২:৩০

দাকোপে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের উদ্যোগে ১৬৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ প্রদান
দাকোপ প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় দাকোপে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ২০২৩ সালের এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হীড বাংলাদেশ খুলনার দাকোপ এরিয়া অফিসের সেমিনার কক্ষে ১৬৯ জন মেধাবী শিক্ষার্থী ছাত্র/ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রতি জনকে ৫ হাজার টাকা এবং জিপিএ-৪ প্রাপ্ত ১৩৪ জন মেধাবী শিক্ষার্থী প্রতি জনকে ৪ হাজার টাকা উপবৃত্তি ও সংবর্ধনা প্রধান করা হয়। এবং ১৭ জন শিক্ষার্থীকে মাসে মাথা প্রতি ৩ হাজার টাকা করে আগামী ৪ বছর পর্যন্ত বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। হীব বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে মেধাবী এ সকল শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ ও ক্রেস তুৃলে দেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট কো-অডিনেটর পিপিএপিপি মোঃ নোকিবুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, থানা পুলিশের অফিসার ইনচার্জ এম আব্দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরিতোষ কুমার আউলিয়া, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ,দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোঃ শিপন ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনুভুতি ব্যক্ত করে বক্তৃতা শতদল রায়, মোহনা মন্ডল, জয়া মন্ডল প্রমুখ।