কেশবপুরে সাংবাদিক রাজিবের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশঃ ২০২০-০৩-১৬ - ১৬:৩৬

নিজস্ব প্রতিবেদক : দৈনিক দেশ সংযোগ ও ইউনিক নিউজের কেশবপুর প্রতিনিধি রাজীব চৌধুরী পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় সোমবার সকাল ৮টার দিকে। এব্যাপারে কেশবপুর থানায় ৩জনকে আসামী করে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, সাংবাদিক রাজীব চৌধুরী তার পেশাগত কাজে সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকায় উপ-নির্বাচনে ধানের শীষ প্রার্থী আবুল হোসেন আজাদ লিফলেট বিতরণ এবং গণসংযোগ করার ছবি সংগ্রহ করতে গেলে গোলাম মোস্তফা ওরোফে বাবু (৪৮), মো: শামছুর রহমান (৪০), আজিজুর রহমান সহ ৭/৮ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক রাজিব চৌধুরি মারাত্বক জখম হন। এসময় সন্ত্রাসীরা সাংবাদিক রাজিব চৌধুরীর কাছে থাকা স্যামসাং গ্ল্যাক্সি এম20 মডেলের একটি ফোন রাস্তার উপর আছড়ে ভেঙ্গে ফেলে এবং তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্নের চেইন জোর পূর্বক চিনিয়ে নেয়। হামলার সময় সাংবাদিক রাজীব চৌধুরীর ডাক চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এব্যপারে কেশবপুর থানার ওসি জানান, ঘটনাটি শুনেছি আমি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে, ঘটনাটি যেহেতু নির্বাচন সম্পর্কিত তাই ভুক্তভোগীকে নির্বাচন কমিশনে অভিযোগ দিতে বলেছি।