স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুয়েলার্স সমিতি খুলনা জেলা শাখার ৩ সদস্যকে আগামী ২ বছরের জন্য কোন ধরনের নির্বাচনে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তারা হচ্ছেন অলংকার জুয়েলার্সের মালিক জয়দেব কর্মকার, জিতু জুয়েলার্সের মালিক রবিউল ইসলাম এবং এস কে পাল জুয়েলার্সের মালিক রতন পাল। নির্বাচনে আচার বিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি খুলনা জেলা শাখার নির্বাচন কমিশনার মাহবুবার রহমান পিনু গতকাল মঙ্গলবার এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি খুলনা জেলা শাখার নির্বাচনে কোন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা না থাকায় আগামী ২০২১-২২ সালের ৩৪ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচনে সময় জয়দেব কর্মকার, রবিউল ইসলাম এবং রতন পাল আচরন বিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে আগামী দুই বছরের জন্য জুয়েলার্স সমিতির কোন ধরনের নির্বাচন পরিচালনা বা কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন না। তিনি বলেন, তারা নির্বাচনের সময় বর্তমান সাধারণ সম্পাদক শংকর কুমার কর্মকারের বিরুদ্ধে লিফলেটের মাধ্যমে নানা অপপ্রচার চালিয়েছেন। যা নির্বাচন আচরণ বিধি লংঙ্ঘন করেছেন। এছাড়া নির্বাচনে তাদের নমিনেসন ভুল থাকায় তাদের নমিনেসন বাদ হয়ে যায়। পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অন্য কোন প্রার্থী না থাকায় সমরেশ চন্দ্র সাহাকে সভাপতি ও শংকর কুমার কর্মকারকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। গত শনিবার ওই কমিটির শপথ গ্রহণ করা হয়েছে।