দাকোপ প্রতিনিধি : দাকোপ সদরে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে নারী কাউন্সিলরের পুত্রকে ১ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। থানা পুলিশ জানায়, করোনার টিকা গ্রহনে আসা দশম শ্রেনীর এক ছাত্রীকে চালনা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাসিমা বেগমের পুত্র নাইম শেখ (২০) ইভটিজিং করে। মঙ্গলবার চালনা আছাভূয়া ওয়ার্ল্ড ভিশনের অফিস সংলগ্ন এলাকায় ইভটিজিংয়ের এ ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষার্থীর সহপাটিরা সংঘবদ্ধ হয়ে অভিযুক্তকে আটকে রাখে। পরবর্তীতে দাকোপ থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে নাইমকে হেফাজাতে নেয়। এ সংবাদে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ গালিব মাহমুদ পাশা ঘটনাস্হলে উপস্হিত হয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করে।