দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (উই) প্রকল্পের অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। উলাসীর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা সাহাবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য জাহিদ ফকির, সুব্রত মন্ডল, চন্দনা রানী জোয়াদ্দার, হাফেজ শাহ আলম মীর, নারী নেত্রী রওশন আরা বেগম, উর্মিলা সরকার, সাধনা বিশ্বাস, তাসলিমা বেগম, উলাসীর রিজিওনাল সমন্বয়কারী কৃষিবিদ আনিছুজ্জামান, উপজেলা প্রকল্প সমন্বয়কারী ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ। কর্মশালায় উলাসীর বিগত দিনের কর্মকান্ডের প্রশংসা করে আলোচকবৃন্দ নতুন এই প্রকল্পের মাধ্যমে দাকোপে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।