দাকোপে ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঘর পাইয়ে দেবে বলে দালালদের অর্থ বাণিজ্য

প্রকাশঃ ২০১৯-১১-১৫ - ১৮:১৫

দাকোপ,খুলনা : সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ্যদের ঘর পাইয়ে দেবে বলে দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে একশ্রেনেীর টাউট দালাল শ্রেণীর লোক বাড়ি প্রতি ঘর প্রতি টাকা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজখবর নিয়ে জানা গেছে,দাকোপের কৈলাশগনজ,বানিশান্তা,সুতারখালী,তিলডাংগা,বাজুয়া সহ উপজেলার অধিকাংশ ইউনিয়নে চেয়ারম্যান,মেম্বরদের অনুগত কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে বলছে ঝড়ে ক্ষতিগ্রস্থ্য ভেংগে পড়া ঘরের স্থলে পাঁকা ঘর পেতে হলে আগে কিছু খরচের টাকা জমা না দিলে তারা ঘর টিন বা পাঁকা ঘর পাবে না াার যারা খরচের জন্য কিছু জমা দেবে তারা ঠিক ঠিক নতুন ঘর পাবে।এমনি কথা বলে দালাল শ্রেনী তালিকা করার সাথে সাথে ঘর প্রতি ৩০০ টাকা থেকে ১০০০টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।এদের কেউ কেউ এও বলছে যে বিষয়টি নিয়ে বেশি জানাজানি করলে তাকে ঘর দেওয়া হবে না,চেয়ারম্যান বাবু বা সাহেব তাকে ঘর দেবে না,নাম কেটে দেবে,এমন কথা শুনে অনেকে ঘর পাওয়া নিশ্চিত করতে গোপনে টাকা দিচ্ছে দালালদের হাতে।এ বিষয় কৈলাশগনজ ইউনিয়নের সিন্ধু রায়,বানিশান্তার দীপংকর বৈদ্য,তিলডাংগার অনিমেষ মন্ডল,সাইফুল ইসলাম, বাজুয়ার সমরেশ রায়ের সাথে কথা হয় এনারা সকলেই জানান গত ২/৩ দিন যাবৎ এমন শ্রেণীর দালালদের উদভব হয়েছে,এরা চেয়ারম্যানের লোক নাকি নিজেরা এমন করছে এখনও নিশ্চিত হতে পারেনি।তবে এ বিষয় সকল চেয়ারম্যান বলেন এমন কেউ করতে পারে তবে আমাদের এ বিষয় কোন ধারনা নেই ।