দাকোপে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশঃ ২০২২-০৪-২৪ - ২৩:২২

দাকোপ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দাকোপে দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা মোঃ ফেরদাউসুর রহমান, এফ এম হাবিবুর রহমান, আবির মালিক, মোঃ জাহাঙ্গীর হোসেন, মাহামুদুন্নবী মিল্টন, মৃনাল কান্তি বাছাড়, শেখ হেলাল বাবু, শেখ মোঃ রাসেল, সিরাজুল ইসলাম, মিঠুন ঘোষ, স্বপন দাস, সোহাগ জমাদ্দার, আব্দুর রব, সাইফ আল মামুন, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কুমারেশ বিশ্বাস, সদস্য সচীব উত্তম রায়, চালনা পৌরসভার আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা নেতা মুছা গাজী, বশির গাজী, অনিমেষ বিশ্বাস, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তৈল, পিয়াজ, আলু ও লবনসহ বিশেষ প্যাকেজ বিতরন করা হয়।