আজগর হোসেন ছাব্বির, দাকোপঃ দাকোপ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “ মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই ¯েøাগানকে সামনে রেখে থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে সোমবার বেলা ১১ টায় চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা খুলনা পুলিশ সুপার (এসপি) এস ,এম, শফিউল্ল্হা (িবপিএম)। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পৌর সচিব সিরাজুল ইসলাম, শেখ শফিকুল ইসলাম আক্কেল, পৌর কমিশনার অসিত কুমার সাহা, আব্দুল গফর সানা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল প্রমুখ। সভাটি পরিচালনা করেন স্কুল পরিচালক সাগর সেন। সভায় বিট পুলিশিংয়ের সুফল তুলে ধরে জেলা পুলিশ সুপার বলেন, আমরা যদি নিজদের শৃংক্ষলা নিজেরা রক্ষা করি তাহলে আইন প্রয়োগের প্রয়োজন হয়না। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ মাদক জঙ্গিবাদ নির্মুলে বিশেষ ভূমিকা রাখবে। তবে এ ক্ষেত্রে জনগনের সহযোগীতা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পুলিশিং কমিটির সভাপতি/সম্পাদক এবং থানা পুলিশের সদস্যবৃন্দ ও সুধীজন।