দাকোপে ভূমিদস্যু হাফিজুল গংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশঃ ২০১৮-০৪-০২ - ১৭:৫৭

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : দাকোপে জমি দখলের চেষ্টায় চিহ্নিত ভূমিদস্যু কর্ত্তৃক হয়রানী মুলক মামলা দায়ের এবং র‌্যাবকে ব্যবহার করে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী নিরপেক্ষ তদন্তসহ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী উপজেলার কালীনগর গ্রামের মৃঃ নরেন্দ্রনাথ রায়ের পুত্র প্রনব রায় অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃঃ সুরোত সরদারের পুত্র হাফিজুর গংরা এলাকার চিহ্নিত ভ’মিদস্যু। নিজেদের সহায় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ করে তিনি বলেন নলিত মন্ডল, অমরেশ রায় ও স্বপন ঢালী ভুমিহীন হিসেবে বিগত ২০ সেপ্টেম্বর ২০০১ রেজিষ্ট্রি মূলে শ্রীনগর কালীনগর মৌজায় ৪.৬০ একর সম্পত্তি ৯৯ বছরের বন্দোবস্ত প্রাপ্ত হই। কিন্তু হাফিজুর গংরা ওই সম্পত্তির অনুকুলে নিজেদের নামে জাল কাগজপত্র সৃষ্টি করে আমাদের সম্পত্তি ভোগদখল থেকে বিরত রাখতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছে। তারই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর ২০১৭ আমাদের ২২ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। জানা যায় ওই সম্পত্তির বিষয়ে খুলনার দেওয়ানী আদালতসহ স্থানীয় সহকারী কমিশনার ভুমি ও কামারখোলা ইউনিয়ন পরিষদ প্রনব রায়দের পক্ষে রায় দেয়। অভিযোগ মতে ধারবাহিক হামলা মামলা ও নির্যাতনের অংশ হিসেবে সর্বশেষ গত ১৮ মার্চ বিকেলে র‌্যাব খুলনার লবনচরা কার্যালয়ে তাদেরকে মোবাইলে ডেকে নিয়ে অমানুষিক শাররীক নির্যাতনসহ ওই সম্পতিতে না যাওয়ার জন্য সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আতংকিত ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী হাফিজুর গংদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বৈধ জমিতে ভোগদখলে সহায়তার জন্য প্রয়োজনে সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।