দাকোপ প্রতিনিধি : বঙ্গবন্ধুর সহোদর শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী সাংসদ শেখ হেলালের মাতার মৃত্যু বার্ষিকী পালনে দাকোপে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কোরআন খানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চালনা আরশাদ আলী এতিমখানায় মরহুমা বেগম রিজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজার সভাপতিত্বে কোরআন খানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন ভূইয়া, মাওলানা গোলাম মোস্তফা গাজী, মিরাজুল ইসলাম, উত্তম রায়, কুমারেশ বিশ^াস, শিক্ষক আবু তালেব শেখ, নজরুল ইসলাম, জয়প্রকাশ রায়, কাজী শামসুর রহমান, আলহাজ¦ মোল্যা সাইফুল ইসলাম, মাহফেল হাওলাদার, সুমন শেখ, মাহমুদ আলী, মাসুম ফকির, অরুন মন্ডল, অচিন্ত্য রায়, ইদ্রিস গাজী, অনিমেষ বিশ^াস, জীবন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ফারুক হোসেন। অনুষ্ঠানে এতিমদের মাঝে তবারক বিতরন করা হয়।