দাকোপে ১০ সংস্কৃতি কর্মীকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশঃ ২০২১-০৯-২৯ - ২০:২০

দাকোপ প্রতিনিধি : দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার জন্য ১০ অস্বচ্ছল সংস্কৃতি কর্মীকে ২হাজার ৫শত টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা শিল্পকলা একাডেমী উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস প্রধান অতিথি হিসাবে এ আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম, মামুনুর রশিদ, লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর পরিমল কুমার কর্মকারসহ উপজেলা বিভিন্ন সাংকৃতিক কর্মীবৃন্দ। উল্লেখ্য উপজেলার অস্বচ্ছল ১০ সংস্কৃতি কর্মীকে নগত ২৫ হাজার টাকা এ সময় বিতরণ করা হয়।