দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা মহিলালীগ ও যুব মহিলালীগ এর উদ্যোগে সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার বাদ আসর খুলনা-৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী এর সহ ধর্মিনী, এনভয় গ্রুপের পরিচালক ও সমাজ সেবক সারমিন সালাম ও তার কন্যা ব্যারিষ্টার শেহরিন সালাম ঐশি এর করোনা হতে মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা মহিলালীগ এর সভাপতি মোসাম্মাৎ সামসুন নাহার এর সভাপতিত্বে,উপজেলা যুব মহিলালীগ এর সাধারন সম্পাদক মরিয়ম বেগম পপি এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন,ফারহানা নাজনীন,গাজী জিয়াউর রহমান,শেখ আবজাল হোসেন,সৈয়দ মিজানুর রহমান,সাইফুল ইসলাম রিতা,খান আবু সাইদ,সাহেব আলী,রওশনারা রিনি,হাবিবুর রহমান তারেক,সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,জুম্মান নাহিদ জেড,শামিম শেখ,পাখি বেগম,সামসুন নাহার লাকি,ঝরনা বেগম,সেলিনা বেগম,আবেদা বেগম,মন্জুয়ারা ঝরনা,চম্পা বেগম,আলপনা,ফতেমা বেগম,লাকি বেগম প্রমুখ।