পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৭-১৪ - ১৯:২৬

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৎস্যজীবী উপকারভোগীদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে উপকারভোগীর তালিকা থেকে নাম কর্তন সহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে দেখা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নে গত ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ১ হাজার ২০১ জন মৎস্যজীবী উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ সংক্রান্তে প্রত্যেকের কাছ থেকে ৬০ টাকা হারে মোট ৭২ হাজার ৬০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ দেখা যায়, প্রত্যেককে ৫৬ কেজি করে চাল প্রদান করার কথা থাকলেও উপকারভোগীদের কম দেয়া হয়েছে। চাল প্রদান শেষে অতিরিক্ত ৩৪ বস্তা চাল গুদামজাত থাকায় এলাকাবাসী এর বিরুদ্ধে শান্তা বাজারে প্রতিবাদ সভা করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্থানীয় মফিজ উদ্দীন সানার পুত্র তরিকুল ইসলাম ও বিলাত গাজীর পুত্র আব্দুস সাত্তার সোমবার লিখিত অভিযোগ করেন। অভিযোগে আরো উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও তার ভাই বি.এম শফি’র সহযোগিতায় এ ধরণের নানা অনিয়ম, দুর্নীতি করে যাচ্ছে। যার মধ্যে স্থানীয় সন্তোষ মন্ডল, প্রফুল্ল মন্ডল ও দীনেশ মন্ডলকে মৃত দেখিয়ে উপকারভোগীর তালিকা থেকে নাম কর্তনের অভিযোগ তুলেছে। এছাড়া সরকারি বরাদ্দকৃত, টি.আর, কাবিখা, কাবিটা, এলজিএসপি কর্মসৃজন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতার কার্ড প্রদানকালে তাদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস এসব অস্বীকার করে বলেন, কিছু মৎস্যজীবীদের চাল প্রদান বাকী রয়েছে। উক্ত ৩৪ বস্তা চাল গুদামজাত আছে। সেগুলো বিতরণ করা হবে। প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন, উপকারভোগীদের চাল কম দেয়ায় উক্ত চাল অতিরিক্ত থেকে যায়। যা সোমবার বিতরণ করতে গেলে স্থানীয়দের প্রতিবাদের মুখে তা প্রদান করতে পারেনি। ট্যাগ অফিসার সরদার আলী আহসান জানান, গুদামে থাকা ৩৪ বস্তা চাল এমপি আকতারুজ্জামান বাবু’র সিদ্ধান্তের প্রেক্ষিতে বিতরণের ব্যবস্থা করা হবে।