পাইকগাছায় জকারহুলায় শালিসী সভায় হামলা

প্রকাশঃ ২০২০-১১-২৮ - ১৯:০০

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দেলুটি ইউপির জকারহুলায় র্্যকেট খেলার সরঞ্জাম নিয়ে সৃষ্ট বিরোধ নিয়ে শালিশী সভায় হামলা ও হাতুড়ী পিটিয়ে আহতের ঘটনায় পাল্টা-পাল্টি মামলার দুপক্ষের মধ্যে উত্তেজন বিরাজ করছে। স্থানীয়রা ধারনা করছেন যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এদিকে প্রতিপক্ষ পবন-সাধন গংদের মারপিটে রক্তাক্ত জখম ঘটনায় নিরাপদ মন্ডল থানায় মামলা করলে আসামীরা আদালত থেকে জামিন পেয়ে আবারো হুমকি-ধমকি দিচ্ছেন বলে বাদী নিরাপদ অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার প্রতিপক্ষ জকারহুলা গ্রামের পবন মন্ডল, সাধন মন্ডল, উজ্জ্বল মন্ডল, ধ্রুব মন্ডল গংদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন,যার নং ১৩১৭। নিরাপদ মন্ডল অভিযোগ করেন পবন-সাধন গংরা গত ১২ নভেম্বর সন্ধ্যায় একটি সালিশী সভায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সন্ত্রাসী ভাবে হাতুড়ী ও রড নিয়ে পিটিয়ে অমর মন্ডল, স্বপন, অসিত, বৃন্দাবন অনেককে রক্তাক্ত জখম করে আহত করে। এখনো অমর স্বপন ও অসিতের শারীরিক অবস্থা ভাল নয়।এলাকাবাসীর অভিযোগ পবন গংরা সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে উল্টো নিরাপদ গংদের নামে থানায় মামলা করেন। দুপক্ষের পাল্টা-পাল্টি মামলার তদন্তকারী অফিসার এসআই সনঞ্জিত বিশ্বাস বলেন উভয় পক্ষের অধিকাংশ আসামীরা আদালত থেকে জামিনে আছে। তবে হুমকি-ধামকির ঘটনায় তদন্ত করে ব্যবস্থার কথা বলেন তিনি।