ফুলতলার দামোদর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

প্রকাশঃ ২০১৯-০৬-২৭ - ২২:০২

ফুলতলা অফিসঃ ফুলতলার দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও ক্লাব সমূহে ফুটবল বিতরণ করেন। এ সময় প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, তাপস কুমার বিশ্বাস, ইউপি সচিব মোঃ রজিবুল ইসলাম, ইউপি সদস্য বেগম শামসুন্নাহার, সদস্য মহাসিন বিশ্বাস, জনি মোল্যা, জিল্লুর রহমান প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান জঙ্গী, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষার্থী ও যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।