ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে ফুলতলা থানার উদ্যোগে শনিবার সকাল ১০টায় থানা চত্বরে জনসাধারণের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং এর থানা সভাপতি মোঃ আতিয়ার আকুজ্ঞির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ওসি মাহাতাব উদ্দিন।
নূর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টু, মনিরুল ইসলাম সরদার, ক্যাপ্টেন আবুল কাশেম, দলিল উদ্দিন মোল্যা, শাহাবাজ মোল্যা, ইউপি সদস্য মিসেস কেয়া, বেগম শামসুন্নাহার, আঃ রশিদ শেখ, নজরুল ইসলাম, মাহাবুব হোসেন, আমিনুল ইসলাম, মহায়বিন সরদার মবি, প্রদ্যুৎ বিশ্বাস, প্রনব বসু, বিজয়কৃষ্ণ হালদার, জলিল শেখ, রোস্তম আলী, আবু মুছা সোহেল, আঃ জব্বার, রহমান খা, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।