বিজ্ঞিপ্ত : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন গ্রেফতার। খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ১৫/০৬/২০২০ তারিখ রাত্র ২২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন পায়গ্রাম-কসবা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে ১৫/০৬/২০২০ তারিখ রাত্র ২২.৩৫ ঘটিকার সময় আসামি ১। মোঃ হেলাল সরদার (৩০), পিতা- সাহিদ সরদার, মাতা- মহিতন বেগম, সাং- বিভাগদি, ৬ নং ওয়ার্ড, ২। মোঃ হাদিউজ্জামান সরদার (২৭), পিতা- ছায়েব আলী সরদার, মাতা-মরিয়ম বেগম, সাং- পাচুড়িয়া, ৭ নং ওয়ার্ড, উভয়থানা- অভয়নগর, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৩০০+২০০=৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ১৫/০৬/ ২০২০ খ্রিঃ তারিখ রাত্র ২৩.০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।