ফুলতলায় চরমপন্থী দলের সাবেক সদস্য হেমায়েত হোসেন লিপুকে গুলি করে হত্যা

প্রকাশঃ ২০২০-১২-১৮ - ২১:৫১

তাপস কুমার বিশ্বাস, ডেক্স রিপোর্টঃ খুলনার ফুলতলায় শুক্রবার রাত ৭টায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মোল্যা হেমায়েত হোসেন লিপু (৪৫) নামে এক আওয়ামীলীগ কর্মী ঘটনাস্থলে নিহত হয়েছেন। চরমপন্থী দলের নেতা হিসাবে সরকার ঘোষিত সময়ে আত্মসমাপন করে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। তিনি ফুলতলার তাজপুর গ্রামের মৃতঃ আব্দুল সামাদ মোল্যার পুত্র। এ ঘটনার পরপরই ফুলতলা বাজারের দোকান পাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অন্যান্য দিনের মতো এলাকার প্রভাবশালী যুবক মোল্যা হেমায়েত হোসেন লিপু তার বাড়ির অদূরে ফুলতলা গরুহাট এলাকায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন অফিসে ও অফিসের বাইরে দাড়িয়ে কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা ও টিভি দেখছিলেন। এ সময় হঠাৎ করে শাপলা সিনেমা হল রোড দিয়ে ২টি মোটর সাইকেল যোগে মুখোশধারী ৪/৫ জন অস্ত্রধারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু বুঝে উঠার আগেই লিপুর বুকে ও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি বর্ষণ করে। সাথে সাথে লিপু মাটিয়ে লুটিয়ে পড়লে এবং তার মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা ষ্টার্টে থাকা মটরসাইকেল নিয়েই গরুহাট সড়ক দিয়ে বেরিয়ে যায়। গুলিতে তার মুখ ক্ষত-বিক্ষত হয়ে যায়। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ ঘরে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলির ৩টি খোসা উদ্ধার ও ঘটনাস্থল ঘিরে রাখে।
মোল্যা হেমায়েত হোসেন লিপু ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুর ছোট ভাই। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল (বিপ্লবী কমিউনিষ্ট পার্টি) তালিকাভ‚ক্ত থাকায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাধারণ ক্ষমা ও আত্ম সমার্পনের সুযোগ নিয়ে দু’বছর পূর্বে পাবনাতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে অস্ত্র জমা দেয়। সরকারের আর্থিক অনুদান নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। গত ঈদুল ফিতরে ঈদ উদযাপনের জন্য ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনার পুলিশ সুপার এস এস শফিউল্লাহ’র উপস্থিতিতে লিপুসহ আত্ম সমার্পণকৃত ৩২ সদস্যকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

নিহত লিপুর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে। স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরী হয়। ঘটনার পর পরই ফুলতলা বাজারের দোকান পাট বন্ধ হয়ে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়। এলাকায় থম থমে অবস্থা বিরাজ করায় পুলিশ মোতায়ন করা হয়েছে। ওসি মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌছিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।