ফুলতলায় জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান

প্রকাশঃ ২০১৮-০২-২৩ - ১৯:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দামোদর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ’জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠান শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস, সনাক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির ও সহ-সভাপতি এ্যাড. শামিমা সুলতানা শিলু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, ইউপি সচিব এসএম রজিবুল ইসলাম, ইউপি সদস্য মিসেস কেয়া, বেগম শামসুন্নাহার, আকলিমা বেগম, আঃ রহমান সরদার, মোঃ মহাসিন বিশ্বাস, মোঃ ইব্রাহিম গাজী, গাজী আলমগীর হোসেন, মাসুদ পারভেজ মুক্ত, শেখ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, ইমরানুর রহমান বিপ্লব, মোঃ আকরাম গাজী, নূর হোসেন, শান্তিলতা মন্ডল, সরদার লিয়াকত আলী, হাসিনা বেগম, আঃ রশিদ, জিল্লুর রহমান, জাহানারা বেগম, বাবর আলী বিশ্বাস, সলেমান মোল্যা, হযরত আলী তরফদার, ইবাদ আলী মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের সম্পদ ব্যবহারের স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি, ইউনিয়নবাসীর দ্বায়িত্ব ও ভুমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা এবং বাল্য বিবাহ, মাদক, বয়স্ক ও বিধবা ভাতা, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে মতবিনিময় করা হয়। এর পূর্বে এসডিসি প্রতিনিধিবৃন্দ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে খোজখবর নেন।