ফুলতলায় টাকার প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

প্রকাশঃ ২০১৮-০৩-১৪ - ২৩:০২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ টাকার প্রলোভন দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী (৯) কে ধর্ষন ঘটনায় থানায় মামলা এবং গতকাল (মঙ্গলবার) তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ (বুধবার) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ‘ছ’ অঞ্চলে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করা হবে।
ধর্ষিতা শিশু শিক্ষার্থীর মা ফুলতলার দামোদর সাহাপাড়া গ্রামের জনৈক বনির বাড়ির ভাড়াটিয়া সাইমা আক্তার পলি কর্তৃক থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, গত রোববার বিকালে ভিকটিম পাশর্^বর্তী জনৈক ডালিয়াদের বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে ঐ বাড়ির ভাড়াটিয়া সালাম (৩৫) শিশুটিকে ৫টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। তার ফিরতে দেরি হওয়ায় মাতা সাইমা আক্তার পলি ঐ বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। এ সময় সালাম দ্রুত পালিয়ে যায় এবং ঐ শিশু কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে বিষয়টি বলে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে সালামকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-৭, ১৩/০৩/২০১৮ইং) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শেখ আরব আলী বলেন, গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। আজ (বুধবার) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ‘ছ’ অঞ্চলে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী সালাম আটক হয়নি।