ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার জয়তুন অটো রাইচ এন্ড ডাল মিলের শ্রমিক মিজানুর রহমান (৩৭) এর পায়ু পথে দুষ্টামীর ছলে ইয়ার পাম্প দিয়ে তার সহকর্মী কালাম শেখ (৪০) হাওয়া ঢুকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ব্যাপারে থানায় মামলা হলে বৃহস্পতিবার পুলিশ কালাম শেখে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর বিকালে ফুলতলার তরতিবপুরস্থ জয়তুন অটো রাইচ এন্ড ডাল মিলের কাজ শেষে শ্রমিকেরা শরীরে লেগে থাকা ডাস্ট অপসারনের জন্য ইয়ার পাম্প ব্যবহার করে। এ সময় দুষ্টমীর ছলে আবুল কালাম তার সহকর্মী মিজানুর রহমানের পায়ু পথে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে তিনি অস্স্থু হয়ে পড়লে প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং অপারেশন করা হয়। বুধবার সুস্থ হয়ে মিজানুর রহমান হাসপাতাল ছেড়ে থানায় এসে কালাম শেখের বিরুদ্ধে মামলা (নং-১১) দায়ের করেন। পুলিশ আসামী কালাম শেখকে আটক করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করে।