তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা) // সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গরীব, দুঃখী ও শ্রমজীবি মানুষের নেতা। তাঁর অনেক স্বপ্ন ছিলো সে স্বপ্ন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। সমাজের সকল শ্রেণি মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছেন। তারই ধারাবহিকতায় গৃহহীনদের জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে জনপ্রতিনিধি ও অভিভাবকদের সন্তানদের প্রতি যতœবান ও তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। ফুলতলা এলাকার অবহেলিত জনগোষ্ঠী বিশেষ করে গরুহাট এলাকায় বসবাসরত মানুষের সমস্যার কথা শুনে তাদের সহযোগিতার আশ্বাস দেন। শনিবার সন্ধ্যায় সংরক্ষিত ইউপি সদস্য রিক্তা ইসলামের উদ্যোগে ফুলতলার গরহাট এলাকায় বস্তিবাসী ও হরিজন সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, ইউপি সদস্য মোঃ ফারুক মোল্যা, সাবেক ইউপি সদস্য মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি সদস্য সোনালী বেগম, এস কে আলী ইয়াছিন, উদয় কুন্ডু, মঈনুল ইসলাম নয়ন, নূর হোসেন অঞ্জন । এ সময় প্রধান অতিথি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সংরক্ষিত ইউপি সদস্য ও রুটি বিক্রেতা রিক্তা ইসলাম নিজের দোকানের তৈরী রুটি ও মাংশ পরিবেশন করেন।
এর পূর্বে বিকাল ৪টায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বিকাল ৫টায় পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মতবিনিময় সভা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. তারিক হাসান মিন্টু, কাজী আশরাফ হোসেন আশু, ডাঃ এটিএম মনজুর মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, এস কে আলী ইয়াছিন, এস রবীন বসু, প্রদ্যুৎ বিশ্বাস প্রমুখ।