ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ফুলতলার ধোপাখোলা গ্রামস্থ তকব্বর আলীর পুত্র মোঃ মোস্তফা কামালের বিল ডাকাতিয়াস্থ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। গত শনিবার দিবাগত রাতে বিষ প্রয়োগের ফলে ঘেরের গলদা চিংড়ি ও সাদা মাছ মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার মাছ বিনষ্ট হয়।
এ ব্যাপারে মৎস্য ঘের ব্যবসায়ী মোস্তফা কামাল গতকাল ফুলতলা থানায় ডিজি (নং-৬৪৮) করেন। পূর্ব শত্রæতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি উল্লেখ করেন।