ফুলতলা থেকে খুলনা সিটি কর্পোরেশনে পানি নেয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে- নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০১৯-১১-২২ - ২০:৪৪

ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন পাইপ লাইনের মাধ্যমে ফুলতলা থেকে পানি নেয়ার পায়তারা করছে। ফুলতলা এম এম কলেজ থেকে আফিলগেট এলাকা পর্যন্ত ১০টি বুষ্টার পাম্পের মাধ্যমে প্রতিদিন ১ কোটি গ্যালন পানি নেয়া হলে এ এলাকা মরুভ‚মিতে পরিনত হবে। তারা নদী থেকে পানি শোধানাগারের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করতে পারে। ফুলতলা থেকে পানি নেয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে র প্রতিবাদে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, উপজেলা সভাপতি সন্দিপন রায়, সম্পাদক আরিফুজ্জামান বাবলু, কামরুজ্জামান নান্নু, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, উপাধ্যক্ষ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক আঃ রউফ, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক গৌতম কুন্ডু, রেজোয়ান রাজা, প্রফুল্ল কুমার চক্রবর্তী, আব্দুল মোস্তাকিম, সুলতান মাহমুদ, আঃ হামিদ মোড়ল, আঃ মান্নান সরদার, আতিয়ার রহমান আকুঞ্জী, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, মোল্যা সাহিদুল ইসলাম, ডাঃ সরোজ সুর, মনিরুল ইসলাম সরদার, লাকি ভুঁইয়া, সিরাজুল ইসলাম খান, আঃ মজিদ মোল্যা, প্রদ্যুৎ বিশ্বাস, বিজয় কৃষ্ণ হালদার, ফরহাদ হোসেন মোল্যা, আতিয়ার রহমান চাঁদ, শাহিনুর কবির প্রমুখ। পরে কম. আনছার মোল্যাকে আহবায়ক ও সরদার শাহাবুদ্দিন জিপ্পীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।